
স্টাফ রিপোর্টারঃ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কাজের কারণে দেশের বিভিন্ন ইউনিটের বহিষ্কার ও পদ স্থগিত করা নেতাকর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য তাদেরকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো।
গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক ও ২৪ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মাহবুবুর রশিদ খান শিপু, বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় ২৪ নং ওয়ার্ড এলাকার জনগণের মাঝে স্বতঃস্ফূর্ত হাসিখুশি উপলব্ধি করা হয়।





























