
স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডিন্যান্স ট্রেনিং সেন্টারের হলরুমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ল্যাঃ কর্পোরাল মোঃ শফিকুল ইসলাম (অবঃ) সভাপতি, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস)গাজীপুর জেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর কামরুল হাসান খান, সচিব, সশস্ত্র বাহিনী বোর্ড ঢাকা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনারারি লেফটেন্যান্ট মোঃ জসিম উদ্দিন, বীর(অবঃ) উপদেষ্টা, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস)গাজীপুর জেলা।
অনারারি লেফটেন্যান্ট মোঃ মোক্তার হোসেন, আর্টিঃ(অবঃ),বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট শামসুল হক(অবঃ)। প্রধান অতিথির নির্দেশনা বক্তব্যের পর উপস্থিত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যগণ পয়েন্টগুলো উপস্থাপন করেন
এক পদবী এক পেনশন, সকল সামরিক হাসপাতালে স্ত্রীদের সকল রোগের চিকিৎসা, রেশন ভাতা প্রতিবছর বাজার দরের সাথে মিল রেখে বৃদ্ধি।উক্ত পয়েন্ট পর্যালোচনা করে প্রধান অতিথি মেজর কামরুল হাসান খান বলেন যে আপনাদের পয়েন্টগুলো উপরোক্ত কর্মকর্তাদের নিকট উপস্থাপন করা হবে। উক্ত অনুষ্ঠানের সভাপতি সকলকে ঐক্যবদ্ধ থাকার উদার আহ্বান জানা।





























