
গাজীপুরের কোনাবাড়ী ও কালিয়াকৈরে চলমান কোটা সংস্কারের দাবি ও সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্মম হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১টায় ঢাকা-টাইঙ্গাল মহসড়কের কোনাবাড়ী ও চন্দ্রা ত্রিমোড়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। "কোটা না মেধা, মেধা মেধা", "আমার দেশ আমার মাটি, বৈষম্য মানি না", "চেয়ে ছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার", "আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই"—এমন নানা স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে শান্তিপুর্ণ আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের হামলায় দেশব্যাপী ৬জন নিহত ও বহু আহত হয়েছেন। আমরা তার তীব্র নিন্দা জানাই। আমাদের দাবি একটাই, কোটা প্রথা অবশ্যই সংস্কার করতে হবে। অন্যথায় অচল করে দেওয়া হবে সব কিছু। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন লাগাতার চালিয়ে যাব।
এসময় শিক্ষার্থীরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় ও কোনাবাড়ীতে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। শিক্ষার্থীদের আন্দোলনের ফলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানযট সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা।
দুপুর ১২টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ীতে রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রায় এক ঘন্টা পুলিশের সাথে শিক্ষার্থীদের চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে
টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে ছাত্ররাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারে। এ সময় পুরো এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে।
মোঃ শাওন ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, ঢাকায় শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলো শিক্ষার্থীরা। পুলিশ কেন তাদের উপর হামলা করছে? ছাত্রলীগের বিভিন্ন নেতারা হামলা চালিয়েছে। তারা এত সাহস কই পাইছে?
এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ, হাইওয়ে পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মোতায়েন ছিল।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম জানান, শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন জানান, শিক্ষার্থীরা কোনাবাড়ীতে রাস্তা অবরোধ করে রেখেছে। তাদের রাস্তা থেকে সরে যাওয়ার জন্য বোঝানো হচ্ছে।







































