
গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে একটি পোশাক কারখানার শ্রমিকরা সকাল দশটা
থেকে কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করছে।
সোমবার (২৪ নভেম্বর) মহানগরীর কোনাবাড়ী আমবাগ মিতালী ক্লাব এলাকায় হানিওয়েল গার্মেন্টস লিঃ (এ. জে গ্রুপ) এর শ্রমিকরা এ কর্ম- বিরতি পালন করেন। শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়,কারখানার জেনারেল ম্যানেজার তালেব আলী মানিক ও প্রশাসনিক কর্মকর্তা সুমনকে শ্রমিকদের দাবি অনুযায়ী বরখাস্ত করার কথা থাকলেও মালিক পক্ষ তা না করে কারখানায় প্রবেশের অনুমতি দেয়। প্রতিদিনের ন্যায় শ্রমিকরা সকাল ৮ টায় কাজে যোগদান করেন। কিন্তু জেনারেল ম্যানেজার তালেব আলী মানিককে দেখে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে। পরে তারা সকাল ১০ টা থেকে কাজ বন্ধ দিয়ে ফ্লোরে ও কারখানার ভিতরে মূল ফটকের সামনে অবস্থান করে।
সৌরভ নামে এক সুয়িং অপারেটর বলেন,আমরা জেনারেল ম্যানেজার তালেব ও এডমিন অফিসার সুমনকে চাইনা। মালিক পক্ষ কথাও দিয়েছিল তাদের বের করে দিবে। কিন্তু আজকে দেখি জিএম স্যার আবার ফ্যাক্টীতে আইছে তাই আমরা কাজ বন্ধ করে দিছি।
আনোয়ার নামে এক সুয়িং অপারেটর বলেন, মালিক পক্ষ আসলেই সমাধান হবে। আমরা কারখানার কোন ক্ষতি করছিনা। যে যার অবস্থান থেকে কাজ বন্ধ করে দিয়ে বসে আছি।
হানিওয়েল গার্মেন্টস লিঃ (এ. জে গ্রুপ) এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ আনোয়ার হোসেনের সাথে এ বিষয়ে জানতে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে ক্ষুধে বার্তা পাঠালেও তিনি কোন উত্তর দেননি।
গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মোঃ মোর্শেদ জামান বলেন,দুইজন স্টাফকে বের করে দেওয়া নিয়ে শ্রমিকরা সকাল দশটা থেকে কাজ বন্ধ করে বসে আছে। আমরা
কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।





























