
মোঃ হেলাল তালুকদার, ঘাটাইল ( টাঙ্গাইল)প্রতিনিধি ঃটাঙ্গাইলের ঘাটাইল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি)মোকছেদুর রহমান সাথে ঘাটাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি ) সন্ধ্যা ৭ টায় থানা হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মোকছেদুর রহমান বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, জুয়া, ইভটিজিংসহ যানজট কাগজ পত্র বিহীন মোটর সাইকেল এগুলো প্রতিরোধ করার ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং যেকোনো মূল্যে মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।অফিসার্স ইনচার্জ(ওসি)মোকছেদুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন (ইন্সপেক্টর তদন্ত) প্রভাস কুমার বসু,সেকেন্ড অফিসার দেলোয়ার হোসেন।এসময় আইন শৃংখলা নিয়ে বক্তব্য রাখেন ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান ফজলুল রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ হেলাল তালুকদার, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ সাংগঠনিক সম্পাদক রফিক হাসান,কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম দপ্তর ও প্রচার সম্পাদক সাব্বির হাসানসহ সকল প্রিন্ট ও ইলেট্রোটনিক্স মিডিয়ার সাংাদিক বৃন্দ।





























