
মোঃ হেলাল তালুকদার, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে বাস চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আবু ছাইম (৪৩) নামে এক জন নিহত হয়েছে।
এ ঘটনায় মোটরসাইকেলে থাকা সালমা বেগম (৩৫) নামে একজন গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সালমা বেগমকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছেন।
রবিবার ( ৪ জানুয়ারি )বিকেল ৫টার সময় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু ছাইম মন্ডল যশোর জেলার কোতিয়ালী থানার কবিলা এলাকার সফিউর মন্ডলের ছেলে। তিনি ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের মেছ বাবুর্চি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকালে নিহত সেনা সদস্য তার আত্মীয়কে সাথে নিয়ে ঘাটাইল থেকে কালিহাতী উপজেলার দিকে যাচ্ছিল।
অপরদিকে, সকালে গুনগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় খন্ড বিখন্ড মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি বস্তায় ভরে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোন যানবাহনের চাপায় ওই ব্যক্তি নিহত হয়ে থাকতে পারেন। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং দুর্ঘটনার কারণ তদন্তকরে দেখছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, দুর্ঘটনার পরে ঘাতক বাসটি আটক করা হয়েছে। পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।
এখনো এক জনের পরিচয় সনাক্ত করা হয়নি পরিচয় সনাক্তের জন্য ফরেন্সিতে পাঠানো হবে।





























