
মজমুল হক, গঙ্গাচড়া প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজন এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
আজ রবিবার (২১ ডিসেম্বর ) বিকেলে গঙ্গাচড়া উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে ফরম সংগ্রহ করেন উপজেলা বিএনপির সভাপতি চাঁন সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান লুল,আপেল মাহমুদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় নেতারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি নির্বাচনের মাঠে আছে। সুজন গঙ্গাচড়ার একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, তার পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।
মনোনয়ন ফরম সংগ্রহ উপলক্ষে নির্বাচন অফিস চত্বরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।





























