
মজমুল হক, গঙ্গাচড়া প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের সংগঠন অসকস বাংলাদেশ (অবসরপ্রাপ্ত সশস্ত্র কল্যাণ সোসাইটি) এর উপজেলা শাখার(১৭০১৩৫) উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি, সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কর্পোরাল মোঃ আব্দুল মালেক (অব.)।
সভাপতিত্ব করেন অসকস গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি সাবেক সার্জেন্ট মোঃ গোলাম রব্বানী সিগন্যালস (অব:), সাধারণ সম্পাদক সার্জেন্ট মো নুরল হক, সিএমপি(অব:) এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজীবুল করিম, সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান, শিক্ষক প্রতিনিধি শফিকুল ইসলাম চাঁদ, আখেরুজ্জামান মিলন প্রমুখ।
অনুষ্ঠানে অসকস বাংলাদেশ রংপুর অঞ্চলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক বৃন্দ এবং অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সমাজের উন্নয়নে যুক্ত করা এবং তাদের কল্যাণে সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের শুরুতেই সম্মাননা ও ফুল দিয়ে অতিথিদের সংবর্ধনা জানানো হয়।





























