
মোঃ সম্রাট আলী, দৌলতপুর
“নির্বাচনের মাঠে এসে জনপ্রিয়তা যাচাই করুন”—এমন মন্তব্য করেছেন ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। শনিবার বিকেলে কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির আয়োজিত এক বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তারেক রহমানের বিরুদ্ধে চলমান ‘ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার’ এবং রাজধানীর মিডফোর্ড হাসপাতালে সম্প্রতি সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
শরীফ উদ্দিন জুয়েল বলেন, “জনগণ আগামী জাতীয় নির্বাচনে যাকে ভোট দেবে, তারাই আগামী দিনের সরকার গঠন করবে। আমরা বিশ্বাস করি, সরকার গঠনের সমস্ত দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দিতে হবে। তাই আমরা দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, মাত্র একটি-দুটি রাজনৈতিক দল নির্বাচন পেছানোর দাবি তুলছে। যদি তাদের সত্যিই জনগণের ওপর আস্থা থাকে, তাহলে নির্বাচন পেছানোর দাবি তোলার যৌক্তিকতা কোথায়?”
এ সময় তিনি আহ্বান জানান, “আসুন, আর দেরি নয়—বাংলাদেশের জনগণ এতদিন যে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, তাদের সে অধিকার প্রয়োগের সুযোগ করে দিন। নির্বাচনের মাঠে নেমে জনপ্রিয়তা যাচাই করুন, জনগণের রায়কে সম্মান করুন।”





























