
মোঃ রিপন মুন্সী আমতলী (বরগুনা) প্রতিনিধি
চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন কোম্পানীর খনিজ সম্পদ অনুসন্ধান সামগ্রী আমতলী উপজেলার টিয়াখালী কলেজের ভবনে রাখায় পাঠদান ব্যহত হচ্ছে। অভিযোগ রয়েছে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ খালেদ মোশাররফ সোহেল প্রভাব খাটিয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর নির্দেশ অমান্য করে কোম্পানী কর্তৃপক্ষকে ব্যবহার করতে দিয়েছেন। তারা খোলা পায়খানা ব্যবহার করায় কলেজ এবং এলাকার পরিবেশ দুষিত হচ্ছে। ফলে গত ৮ দিন কলেজের পাঠদান বন্ধ রয়েছে।
জানাগেছে, চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন বাপেক্সের কাছ থেকে খনিজ সম্পদ অনুসন্ধানের জন্য চুক্তি করে। ওই চুক্তি ২০২৭ সালের জুন মাসে শেষ হবে। চুক্তি অনুসারে চায়না ন্যাশনাল কোম্পানী কর্তৃপক্ষ জানুয়ারী মাসের শুরুতে আমতলী উপজেলায় সার্ভের কাজ শুরু করেন। এতে তাদের ৩৫০ জন কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক কাজ করছেন। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী তাদের টিয়াখালী কলেজ প্রাঙ্গণে তাবু খাটিয়ে থাকার অনুমতি দেন । কিন্তু কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ খালেদ মোশাররফ সোহেল উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ অমান্য করে কলেজ ভবনের দুইটি কক্ষ ব্যবহার করতে দেন। তারা কলেজের প্রাঙ্গণের খোলা পায়খানা ব্যবহার করছে। খোলা পায়খানার দুর্গন্ধে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এতে কলেজের পাঠদান ব্যহত হচ্ছে। শিক্ষার্থীরা কলেজে আসা বন্ধ করে দিয়েছে।
বুধবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, কলেজের কোন শিক্ষার্থী এবং শিক্ষক আসেনি। কলেজের চারতলা ভবনের নীচতলা ও চতুর্থতলায় কোম্পানীর লোকজন অনুসন্ধান সামগ্রী বোঝাই করে রেখেছেন। কোম্পানীর কর্মকর্তা- কর্মচারী ভবন দখলে রেখে বসবাস করায় কলেজের পাঠদান বন্ধ আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, কলেজ ভবনের মধ্যে কোম্পানীর মালামাল রাখা এবং কর্মকর্তা-কর্মচারী বসবাস করায় গত আট দিন ধরে কলেজে পাঠদান বন্ধ রয়েছে।
চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনের ক্যাম্প ইনচার্জ মোঃ আরজ আলী বলেন, আমি পাঁচদিন আগে এসেছি। তবে শুনেছি উপজেলা নির্বাহী অফিসার কলেজ প্রাঙ্গণে তাবু সাটিয়ে থাকার অনুমতি দিয়েছেন।
টিয়াখালী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ খালেদ মোশাররফ সোহেল বলেন, নিউজ করতে চান নিউজ করেন দেখি তাতে আমার কি হয়? এ কথা বলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, চায়না পেট্রোলিয়াম কর্পোরেশন কোম্পানীর লোকজনকে কলেজের বাহিরে তাবু সাটিয়ে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তাদের কলেজের ভবন ব্যবহার করার কোন অনুমতি দেয়া হয়নি। কলেজের পাঠদান বন্ধ করে কোন কিছুই করা যাবে না। খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।





























