
শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বিপরীতে প্রথম অভিনয় করলেন কৌশানী মুখোপাধ্যায়। উইন্ডোজ প্রযোজনা সংস্থার পূজার সিনেমা ‘বহুরূপী’তে তিনি নায়িকা ‘ঝিমলি’।
সম্প্রতি খবর মিলেছে, ছবির কারণে এবং নিজেকে আরও ঝকঝকে করে তুলতে পুষ্টিবিদের পরামর্শে ১৪ দিনে ৪ কিলোগ্রাম ওজন কমিয়ে ফেলেছেন তিনি।
কৌশানী বলেন, ‘সামনেই ‘বহুরূপী’র প্রচার। তার জন্য নিজেকে আরও একটু ঝকঝকে, ঝরঝরে করার দরকার ছিল। তাই জিমে শরীরচর্চার পাশাপাশি খাওয়া দাওয়াতেও বদল এনেছি। যে কোনও শর্করা জাতীয় খাবার বাদ দিয়ে প্রোটিন জাতীয় খাবার বেশি খাচ্ছি। ফলে ওজন কমেছে।’
কৌশানী আরও জানান, তিনি বরাবর শরীরচর্চা করতে ভালবাসেন। কিন্তু তার গড়ন অনুযায়ী, অনেক সময় একটুতেই তাকে ভারী চেহারার দেখায়। খাওয়ার পরিমাণ সামান্য বাড়ালেই ওজন বেড়ে যায় তার। অথচ উচ্চতা হিসাবে তার ওজন যথাযথ। সেই কারণে নিজেকে আরও ছিপছিপে করে তোলা প্রয়োজন বলে মনে করেন অভিনেত্রী।
কৌশানীর এই পরিবর্তন দেখে বনি সেনগুপ্ত, শিবপ্রসাদ বেশ খুশি। উইন্ডোজ প্রযোজনা সংস্থার পক্ষ থেকেও জানানো হয়েছে ৪ কেজি ওজন ঝরিয়ে তার জৌলুস আরও বেড়েছে। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় প্রথম কাজ কৌশানীর। প্রযোজনা সংস্থা থেকে ডাক পাওয়ার পরে শুরুতে প্রচণ্ড দুশ্চিন্তায় ভুগলেও পরিচালকের সার্বিক সহযোগীতায় নিজিকে
উপস্থাপন করেছেন।
প্রযোজক, পরিচালক ও অভিনেতা রাজ চক্রবর্তীর প্রথম সিরিজ ‘আবার প্রলয়’-এ কৌশানীর কাজ দেখে তাকে বেছে নেন শিবপ্রসাদ।







































