
এম এম ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার
কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় “কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
নাঙ্গলকোট উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ ইমরান আহমেদ, নাঙ্গলকোট উপজেলার কৃষি অফিসার মো: উজ্জ্বল হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চন্দন কুমার দাস ও বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিনিয়র মনিটরিং অফিসার বলেন, আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি কৃষকদের উৎপাদন বৃদ্ধি, খরচ কমানো এবং মাটির স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারের এ সহায়তা কৃষকদের আরো উৎসাহিত করবে এবং সঠিক প্রযুক্তি ব্যবহারে সহায়তা করবে।
উপকরণ গ্রহণকারী কৃষকেরা জানান, এসব উপকরণ তাদের মাঠ পর্যায়ে কাজকে আরও গতিশীল করবে এবং উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে। অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করেন।





























