
।
----------------------------------------------
ইসরাফিল ইসলাম মান্দা(নওগাঁ) প্রতিনিধি।
নওগাঁর মান্দায় মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী উপস্থিত থেকে আসন্ন বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবসের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। সভায় সহকারী কমিশার নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
সভায় বক্তারা বলেন, বিজয় দিবস জাতির গৌরবের প্রতীক এবং শহিদ বুদ্ধিজীবী দিবস জাতির বেদনাবিধুর স্মৃতিচারণ। তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এ দুই দিবসকে যথাযথ মর্যাদায় পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপজেলা প্রশাসন জানায়, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বিজয়মেলা, চারু,কারু স্থানীয়দের উৎপাদিত শিল্পপণ্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোর প্রতিযোগিতা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ আলোচনা।
সভায় ইউএনও আখতার জাহান সাথী বলেন, বিজয় দিবস শুধু উৎসবের দিন নয়, এটি আমাদের অস্তিত্ব ও জাতীয় মর্যাদার প্রতীক। তাই সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের সম্পৃক্ততার মাধ্যমে মান্দা উপজেলায় দিবসগুলোকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে।
সভা শেষে বিভিন্ন উপকমিটির দায়িত্ব বণ্টন ও কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।





























