
নওগাঁ সদর উপজেলায় বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী পরিচালিত অভিযানে পণ্যের মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন না থাকায় এই দণ্ড দেওয়া হয়।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া সূত্রে জানা গেছে, অভিযানে প্রথম মোবাইল কোর্টটি পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার। এসময় ইদুরবটতলী এলাকার মেসার্স জাহানারা এন্টারপ্রাইজকে বিএসটিআইয়ের মান সনদ ছাড়া সরিষার তেল বিক্রয় ও বিতরণ করার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন।
অন্যদিকে, পার-নওগাঁর কাজীপাড়া এলাকায় দ্বিতীয় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুজনুর ইসলাম সুজন। এসময় মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া ব্রেড, বিস্কুট ও কেক বাজারজাত করার অপরাধে মেসার্স আব্দুল্লাহ বিস্কুট ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী এই দণ্ড দেওয়া হয়। এই অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌঃ প্রান্তজিত সরকার।
অভিযান শেষে বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে পণ্যের মান নিয়ন্ত্রণ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান জেলায় নিয়মিত অব্যাহত থাকবে।







































