
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাম ও ছবি ব্যবহার করে প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন লতিফ সিদ্দিক রতন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সম্প্রতি প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর। পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে একটি এডিট করা ছবি ব্যবহার করে তার সামাজিক সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এই অপপ্রচার চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
লতিফ সিদ্দিক রতন আরও বলেন, মিথ্যা ওই প্রতিবেদনে তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. সোহাগ এবং দারুল ইশক্ হোসাইনিয়া খানকা শরীফের প্রতিষ্ঠাতা ও পরিচালকের নাম জড়িয়ে আপত্তিকর ও বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
তিনি স্পষ্ট করে জানান, আলহাজ্ব মো. সোহাগ তার অভিভাবকসমতুল্য একজন শ্রদ্ধেয় ব্যক্তি এবং তিনি একজন ধার্মিক, সৎ, মানবিক ও সমাজসেবী মানুষ। পাশাপাশি দারুল ইশক্ হোসাইনিয়া খানকা শরীফ একটি ধর্মীয় ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান, যার সঙ্গে কোনো ধরনের অনৈতিক বা বেআইনি কর্মকাণ্ডের সম্পর্ক নেই।
এই ধরনের অপপ্রচার ব্যক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার একটি জঘন্য অপচেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।
প্রেস বিজ্ঞপ্তিতে লতিফ সিদ্দিক রতন জানান, মিথ্যা ও অপপ্রচারমূলক সংবাদের সঙ্গে জড়িত ব্যক্তিকে তিনি শনাক্ত করতে সক্ষম হয়েছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ তার কাছে রয়েছে।
তিনি সংশ্লিষ্ট ব্যক্তি ও অনলাইন পোর্টালগুলোকে অবিলম্বে মিথ্যা সংবাদ প্রত্যাহার এবং সংশোধনী প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে মানহানি ও সাইবার অপরাধের অভিযোগে দায়ীদের বিরুদ্ধে সাইবার ক্রাইম আইনের আওতায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। প্রয়োজনে আইনগত সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এই অপপ্রচারের বিরুদ্ধে তিনি দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন এবং ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।





























