
স্টাফ রিপোর্টার:
নতুন বছরে মঞ্চ মাতাতে প্রস্তুত রয়েছেন সুনামগঞ্জের উদীয়মান সংগীত শিল্পী শাহানা আজিজ। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় সংগীত শিল্পী শাহানা আজিজ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে তার পরিচিতি রয়েছে, যেখানে তিনি বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করছেন। তেমনি সুনাম রয়েছে সুবর্ণা আক্তার বন্যা নামে সংগীত শিল্পীর। দু'জনে সুনামগঞ্জ জেলা ভাই ভাই শিল্পী গোষ্ঠী সমাজ কল্যাণ সমিতির কার্যকরী কমিটির বিভিন্ন পদে রয়েছেন। একই মঞ্চে গান পরিবেশন করবেন সুনামগঞ্জের সঙ্গীতাঙ্গনে পরিচিত মুখ আমির পাশা। যিনি দ্বিতীয় পাগল হাসান হিসেবে পরিচিত সবার কাছে। এছাড়া গান পরিবেশন করবেন মো. সালাহউদ্দিন।
আজ বৃহস্পতিবার (১লা জানুয়ারি) রাতে শহরতলীর আপ্তাবনগর এলাকায় 'জেলা ভাই ভাই শিল্পী গোষ্ঠী সমাজ কল্যাণ সমিতি' আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন সংগীত জগতের এই উদীয়মান শিল্পীবৃন্দ। শাহানা আজিজ একজন নারী উদ্যোক্তা। সুনামগঞ্জ জেলা শহরতলীর পূর্ব তেঘরিয়া এলাকার বাসিন্দা শাহানা আজিজ অত্যন্ত বিনয়ী হওয়ায় গীতিকার, সংগীত প্রশিক্ষকসহ সংস্কৃতি জগতে থাকা সবার প্রিয় হয়ে ওঠেছেন দ্রুত। অন্যদিকে সুবর্ণা আক্তার বন্যা শহরতলীর আপ্তাবনগর এলাকার বাসিন্দা। একই এলাকার বাসিন্দা আমির পাশা। মো. সালাহউদ্দিন হলেন হাছননগর এলাকার বাসিন্দা।
জানা গেছে, প্রাচীন ঐতিহ্যর সূরযন্ত্র বাঁশির সূরে তাল মিলিয়ে কুকিল কন্ঠ অধিকারী শাহানা আজিজ গান পরিবেশন করবেন সাংবাদিক- গীতিকার ওই সংগঠনের উপদেষ্টা রাজু আহমেদ রমজান এর লেখা 'ও বন্ধু সোনাবন্ধু আমায় ছেড়ে কোথায় যাও', প্রয়াত গীতিকার বাউল মতলিব শাহ এর লেখা 'ঐ দেখ গো প্রাণের বন্ধু যায় গো মধুপুরে'। এছাড়া বন্ধু আইবায় একদিন আইবায় রে, সেদিন আইসা আমায় পাইবায় না', সহ বাউল সম্রাট শাহ আব্দুল করিম, পাগল হাসান এর গান। অপরদিকে বন্যা গাইবেন 'আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়, আমি বাঁচলে বাঁচমু মরলে মরমু ভালোবাসিয়া তরে'। সংগঠনের উপদেষ্টা সাংবাদিক-গীতিকার রাজু আহমেদ রমজান এর পরিচালনায় অনুষ্ঠানে গান পরিবেশন করবেন অতিথি শিল্পী ও সংগঠনের শিল্পীবৃন্দ।
অনুষ্ঠান শুভ উদ্বোধন করবেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. সুহেল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেরগুল আহমদ। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি বাউল-গীতিকার আব্দুল আলীম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের উপদেষ্টা ইসমাইল মির্জা, শিক্ষক শহীদুর রহমান, সমাজসেবক জাহিদুল ইসলাম তহুর, বিশিষ্ট ব্যবসায়ী আলী নেওয়াজ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিবেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহানুর মিয়া।
উল্লেখ্য, গত ২০১০ সালের ১লা জানুয়ারী 'জেলা ভাই ভাই শিল্পীগোষ্ঠী সমাজ কল্যাণ সমিতি' এর যাত্রা শুরু হয়। এরপর থেকে নিরলসভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে এই সংগঠন।





























