
মো কামরুল হোসেন সুমন, মনপুরাঃ
ভোলা জেলার মনপুরা উপজেলায় মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক এর পরিচালিত অভিযানে মৎস্য বিভাগ ও মনপুরা কোষ্টগার্ডের একটি যৌথ টিম আজ ১৮-নভেম্বর-২৫ খ্রিস্টাব্দ মেঘনা নদীর ১নং মনপুরা ইউনিয়ন মিয়া জমির শাহ ঘাটের পয়েন্টে অভিযান চালায়। অভিযানে প্রায় তিনটি পাঙ্গাশ মাছের পোনা নষ্টকারী চাই আটক করা হয়। তবে এসময় কোনো নৌকা বা জেলেকে আটক করা যায় নি।জব্দকৃত চাই গুলোকে বৃনষ্ট করা হয়েছে। এ নিয়ে অনেক গুলো চাই বসানো সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানা যায় মৎস্য দপ্তর সূত্রে।
মেঘনার অভয়াশ্রমে পাঙ্গাশ মাছ ধরার নিষেধাজ্ঞায় সারা বছর থাকে মৎস্য দপ্তর ও কোস্টগার্ড অভিযানে রয়েছে।এ সময় উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা মৎস্য দপ্তরের সাসটেইনেবল কোস্টাল ও মেরিন ফিশারিজ প্রজেক্ট এর তথ্য সংগ্রহকারী মো রাসেদ ও মো হেলাল উদ্দিন, নদী পাহারাদার মো হেলাল উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তাগণ।
মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক জানান, মেঘনার একটি পয়েন্টে আমরা তিনটি চাই জব্দ করতে পেরেছি।যারা ছোট পাঙ্গাশ মাছ শিকার করবে তাদের আটক করার জন্য মৎস্য দপ্তরের টিম নিয়মিত অভিযানে রয়েছে।পাঙ্গাশ মাছের পোনা ধ্বংসকারী চাইয়ের উপর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, কিছু অসাধু জেলে সুযোগ বুঝে নদীতে চাই বসিয়ে মাছ শিকারে যাওয়ার খবর পাওয়া গেলে তাদের আটক করার চেষ্টা করা হয়। জেলেদের পাওয়া না গেলেও জব্দ করা হয় চাই।উক্ত অসাধু জেলেরা যাতে নদীতে চাই দিয়ে পাঙ্গাশ মাছ ধরতে না পারে সেই জন্য এলাকার সচেতন মহলের সহযোগিতা চান মৎস্য কর্মকর্তা।





























