
মোঃ আল মামুন,বিশেষ প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ও পৌরসভা যুবদলের বিদ্যমান কমিটি বিলুপ্তি করে উপজেলা যুবদলের ৯ সদস্য বিশিষ্ট ও পৌরসভা যুবদলের ৭ সদস্যর আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন মঠবাড়িয়া উপজেলা ও পৌরসভা যুবদলের এই আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন। কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, মঠবাড়িয়া উপজেলা যুবদলের নতুন আহবায়ক হয়েছেন মোঃ মজিবর রহমান ও সদস্য সচিব হয়েছেন মোঃ রিয়াজুল ইসলাম। এছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে মোঃ জাহাঙ্গীর হায়দার বাদল, যুগ্ম আহ্বায়ক হিসাবে মোঃ আসাদুজ্জামান মনির, সাইফুল ইসলাম মিরাজ,রামিম লস্কর, মিরাজ খান, আমান মিয়া ও জুয়েল জমাদ্দার স্থান পেয়েছেন।
অন্যদিকে পৌরসভা যুবদলের আহ্বায়ক হয়েছেন মাইনুল ইসলাম রিপন মুন্সি ও সদস্য সচিব হয়েছেন মোস্তাফিজুর রহমান ফিরোজ। এছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে আহসানুল হক সোহেল এবং যুগ্ম আহ্বায়ক হিসাবে আল আমিন সুমন, মেহেদী হাসান,কাবুল জমাদ্দার ও মোঃ তারেক রহমান স্থান পেয়েছেন।
এছাড়া আংশিক এই আহ্বায়ক উভয় কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ৩৫ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নিদর্শনা দেওয়া হয়েছে।





























