
প্রবল বর্ষণে আজ ঢাকা শহরে ব্যাপক জলাবদ্ধতা দেখা দেয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল ট্রাফিক বিভাগের অন্তর্গত মালিবাগ, টিটিপাড়া, শান্তিনগরের আশপাশ, ফকিরাপুল থেকে আরামবাগ যান চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে।
কিছু গাড়ি জলাবদ্ধতায় আটকেও যায়। এ অবস্থায় মতিঝিল ট্রাফিক পুলিশ কিভাবে কাজ করছে তা তুলে ধরা হয়েছে মতিঝিল ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টে।
পোস্টে বলা হয়— সকল দুর্যোগ দুর্বিপাকে, প্রতিকূল পরিবেশ, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মতিঝিল ট্রাফিক পুলিশ সম্মানিত নগরবাসীকে স্বস্তিপ্রদানে বদ্ধ পরিকর। ট্রাফিক মতিঝিল বিভাগের যে সকল স্থানে গাড়ি আটকে পড়েছে কিংবা বিকল হয়েছে তা জলাবদ্ধতা নিরসন হলেই রেকারের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে সাহায্য প্রদান করা হবে।







































