
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
মুরাদনগরের সাংবাদিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। মুরাদনগর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক আমার শহর পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মনির হোসেন খান ইন্তেকাল করেছেন।
সোমবার দিবাগত রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে তাঁকে দ্রুত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার বাদ যোহর মুরাদনগর বড় মাদ্রাসার মাঠে জানাজা শেষে দাফন করা হয়েছে।
সাংবাদিক মনির হোসেন খানের ভাগিনা আরিফ গাজি জানান, “মামা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উনাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তিনি আমাদের ছেড়ে চলে যান।”
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
শোকবার্তায় তাঁরা বলেন, মনির হোসেন খান ছিলেন একজন নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিক। তাঁর মৃত্যু মুরাদনগরের সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।





























