
এম এম ইউসুফ আলী স্টাফ রিপোর্টার
নাঙ্গলকোট উপজেলার সাহেদাপুর গ্রামের মরহুম সূফী আবদুল মতিন (রহঃ) ও বিশ্বের সকল কবরবাসিদের রুহের মাকফেরাত কামনায় ২য় বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ১৭ জানুয়ারি শনিবার সাহেদাপুর পশ্চিমপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
মরহুম সূফী আবদুল মতিন (রহঃ) এর মেজ ছেলে হযরত মাওলানা মুফতি হাসানুজ্জামান হাসানের পরিচালনায় মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন
প্রবীণ আলেমে দ্বীন আলহাজ্ব হযরত মাওঃ আবদুর রশিদ (বান্নগরের হুজুর)।
মাহফিলে আলোচনা পেশ করেন নাঙ্গলকোট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা অধ্যক্ষ মুফতি আবদুর রব, বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ নাঙ্গলকোট উপজেলার সাধারণ সম্পাদক হযরত মাওলানা আবু বকর ছিদ্দিক, মন্তলী রহমানীয়া ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওঃ মুফতি সামছুউদ্দিন মুনিরী সাংবাদিক মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী সহ প্রমুখ ওলামায়ে কেরাম।
বাদ যোহর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত বিশ্বের সকল কবর বাসিদের স্বরণে খতমে কোরআন ও খতমে তাহালিল আদায় করা হয়।
মাহফিলে আখরী মোনাজাতে মরহুম সুফি আব্দুল মতিন (রহঃ) সহ বিশ্বের সকল জীবিত ও মৃত সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।
মাহফিলটির মিডিয়া পার্টনার ছিলেন আই আর টিভি নিউজ বাংলা।





























