
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদন ও মজুদকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে একটি প্রতিষ্ঠান থেকে প্রায় ৮২৫ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ ও ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার টি.এম রাহসিন কবির এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা ও র্যাব-১১ সদস্যরা। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রাসেল মাহমুদ।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘনের অপরাধে ফতুল্লার কাশিপুর এলাকায় অবস্থিত এস. এম. প্যাকেজিং নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, মজুদ, প্রদর্শন, ব্যবহার ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




























