
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ–বান্ধব সচেতনতা বাড়াতে আয়োজিত হলো ‘তারুণ্যের উৎসব ২০২৫’। সোমবার (১৭ নভেম্বর) দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ উৎসব উদযাপন করা হয়।
উৎসবে তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় খেলার মাঠ পরিষ্কারকরণ, সচেতনতামূলক র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রীন স্কুল ক্যাম্পেইন এবং অন্যান্য পরিবেশ–বিষয়ক কর্মশালা। কর্মসূচিগুলো বাস্তবায়নে সহযোগিতা করে জিরো ওয়েস্ট বিগ্রেড ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ। সভাপতিত্ব করেন দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের অধ্যক্ষ সৈয়দ মনিরুজ্জামান (মুকুল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন। বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম।
পরে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয় এবং গ্রীন ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করা হয়। চারটি স্কুলের অংশগ্রহণে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দিনব্যাপী আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় তরুণরা সক্রিয়ভাবে অংশ নেন। পরিবেশ–বান্ধব সমাজ গঠনে তরুণদের সম্পৃক্ততার ওপর বিশেষ গুরুত্ব দেয় পরিবেশ অধিদপ্তর।





























