
নারায়ণগঞ্জে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু (৫৪) এবং যুবলীগের সক্রিয় কর্মী মোতালেব হোসেন মাস্টার (৪৭)। তাঁদের বিরুদ্ধে সদর মডেল থানায় পুলিশের ওপর হামলার একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের দিকনির্দেশনায় একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
স্থানীয় সূত্র বলছে, বাবু ও মোতালেব নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঠিকাদারি কাজে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন। সাবেক নগর মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মেয়াদকালে তাঁরা একচ্ছত্রভাবে সিটি করপোরেশনের বিভিন্ন কাজের বরাদ্দ নিয়ে থাকতেন। আইভীর ঘনিষ্ঠ কর্মী হিসেবে তাঁদের পরিচিতিও ব্যাপক।
উল্লেখ্য, সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গত ৮ মাস ধরে কারাবন্দি রয়েছেন।
পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আরও অভিযোগ আছে কি না, তা যাচাই করা হচ্ছে।





























