
জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা):
নবম পে-স্কেলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলার লালমোহনে জাতীয়করণ প্রত্যাশী জোট (স্কুল, কলেজ, মাদ্রাসা) উদ্যোগে প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে লালমোহন প্রফেসর অ্যাসোসিয়েশন অফিসের সামনে প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়। মাগরিববাদ এ উপলক্ষ্যে অ্যাসোসিয়েশন অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আলোচনা করেন, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো. আদিলউদ্দিন আহমেদ, পশ্চিম চর উমেদ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মুহা. খলিলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোছলে উদ্দিন, সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন মনু, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, অর্থ সম্পাদক আ: রহিম, সহ-সাংগঠনিক সম্পাদক পরিমল চন্দ্র দাস প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা) এর পক্ষ থেকে প্রতীকী অনশন করেছি। সামনের দিকে কেন্দ্রীয় কর্মসূচির সকল দিকনির্দেশনা অনুযায়ী আমরা সকল প্রোগ্রাম উপজেলায় বাস্তবায়ন করবো। তিনি আরো বলেন, অভিলম্বে দ্রুত নবম পে-স্কেল প্রদান করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।





























