
জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ সোমবার সকালে অসুস্থ সহকর্মী উত্তর রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিনকে দেখতে তার বাসভবনে যান।
এসময় তারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, আমরা সব সময় সহকর্মীদের সুখ–দুঃখে পাশে থাকব। এবং অদুর ভবিষ্যতে অন্য যে কোন শিক্ষক কর্মচারীদের সুখে দু:খে রোগে শোকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। এবং অসুস্থ কামাল স্যারের জন্য সকলের কাছে দোয়া কামনা করছেন।
এসময় প্রধান শিক্ষক কামাল উদ্দিন বলেন, আমি দীর্ঘ দিন যাবত অসুস্থ আপনারা আমার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থ করে দেন। এরপর সমিতির কল্যাণ কর বিষয় নিয়ে দিক নিদর্শনা দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোসলেহ উদ্দিন সহ-সভাপতি মো. নাজিমুদ্দিন মনু, মো. মেজবাহ উদ্দিন ও প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ শিক্ষক/ কর্মচারী বৃন্দ।





























