
সাইয়্যেদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় পৌরসভার ৩নং ওয়ার্ডের এসএ কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালিয়ে ৪৮০০ পিছ ইয়াবা উদ্ধার,যার আনুমানিক বাজার মূল্য ১৯ লক্ষ ২০ হাজার টাকা। পাশাপাশি এক মাদক কারবারিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের বিশেষ গোয়েন্দা সংস্থা (ডিবি)।
বুধবার(২৪ শে ডিসেম্বর)এসএ কুরিয়ার সার্ভিসে পার্সেল নিতে আসলে,গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কুরিয়ারের পার্সেল সহ তাকে বিকালে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন আবুল কালাম (৪৫) সে বোদা উপজেলার সেনপাড়া,গাইঘাটা গ্রামের হাতেম আলীর ছেলে।
পঞ্চগড় জেলার পুলিশ সুপার জনাব রবিউল ইসলাম রাতেই সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করে গণমাধ্যম কর্মীদেরকে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত আবুল কালাম মাদক কারবারি দলের সদস্য। সে পঞ্চগড় শহরের এসএ কুরিয়ার সার্ভিসের’ মাধ্যমে কক্সবাজার থেকে একটি মাদকের চালান পঞ্চগড়ে নিয়ে আসেন।গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)অভিযান চালিয়ে মাদকের এই চালান জব্দ করেন,গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক উর্মি দে প্রথম আলোকে বলেন
পুলিশ সুপার জনাব রবিউল ইসলাম জানান,গ্রেপ্তার হওয়া ব্যক্তি পেশাদার মাদক কারবারি। তার আগেও দুইটি মামলা আছে,এই মাদক চালানের আগে পিছে কে আছে তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজার থেকে মাদক এনে পঞ্চগড় ও আশপাশ এলাকায় সরবরাহ করছিলেন। এর আগেও বিভিন্ন সময় তাঁরা এভাবে মাদকের চালান নিয়ে এসেছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অফস্)জনাব ফরহাদ হোসেন বলেন,এই চক্রের পঞ্চগড় ও কক্সবাজারের সক্রিয় সদস্যদের চিহ্নিত করার কাজ চলছে।





























