
সাইয়্যেদ শান্ত- পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে তথ্য চাওয়ায় ক্ষিপ্ত হয়েছে আনসার ভিডিবি উন্নয়ন ব্যাংকের পঞ্চগড় শাখার ম্যানেজার মো. হতাসিম বিল্লাহ। ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে সাংবাদিকদের কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন সাংবাদিকদের । এদিকে নিয়ম নীতি উপেক্ষা আবাসিক হিসেবে অফিসেই বসবাস করছেন এই কর্মকর্তা। এ সময় বেশ কিছু সাংবাদিক জড়ো হয় তার কক্ষে। পরে তথ্য অধিকার আইনে ক ফরম গ্রহন করেন তিনি। ঘটনাটি ১৬ নভেম্বর বিকেলে আনসার ভিডিবি উন্নয়ন ব্যাংক পঞ্চগড় শাখায়। এনিয়ে স্থানীয় সাংবাদিকরা ক্ষুব্ধ হয়েছেন।
জানা গেছে ঋন গ্রহিতাদের তালিকা সহ বেশ কিছু তথ্যের জন্য পঞ্চগড় প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক লোকায়ন পত্রিকার পঞ্চগড় প্রতিনিধি বদরুদ্দোজা প্রধান বাঁধন গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার ব্যাংকের কার্য্যালয়ে ম্যানেজার মো: হতাসিম বিল্লাহ’র কাছে চাওয়া হয় ওইদিন ম্যানেজার জানান তথ্য পেতে হলে আবেদন করতে হবে। পরে আজ রোববার বিকেলে তথ্য অধিকার আইনের ক ফরমে তথ্যের আবেদন নিয়ে অবারও ম্যানেজারের কার্য্যালয়ে যায় । এ সময় ম্যানেজার তথ্যের আবেদনটি পড়েই ক্ষিপ্ত হয়ে যান এবং সাংবাদিকদের গেড আউট বলে বের হয়ে যেতে বলেন। তিনি তথ্য অধিকার ফরম ক গ্রহন করতেও অস্বীকৃতি জানান। পরে খবর পেয়ে জেলার বেশ কিছু সাংবাদিক একত্র হয়ে তার কার্য্যালয়ে গেলে তিনি তথ্য অধিকার ক ফরমটি গ্রহন করেন এবং উর্দ্ধতন কতৃপক্ষের সাথে কথা বলে ফরমটি রিসিভ করবেন বলে জানান তিনি।
পঞ্চগড় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার জানান পঞ্চগড় অফিসে ম্যানেজারের সকল কাজ চুক্তিভিত্তিক একজন কর্মচারি করেন। এজন্য তিনি চুক্তিভিত্তিক কর্মচারির ম্যানেজারের কাজ করায় অফিস অত্যন্ত ঝুকিপূর্ন । তবে আমি ম্যানেজারকে বিষয়টি বলেছি আপনি চুক্তিভিত্তিক কর্মচারি নিয়ে সমস্যায় পড়বেন।
অফিসে বসবাস করার বিষয়ে ম্যানেজার হতাসিম বিল্লাহ জানান আমি প্রতি মাসে বাড়ির মালিককে এক হাজার টাকা অতিরিক্ত পরিশোধ করি এজন্য অফিসেই বসবাস করছি।
স্থানীয় গণমাধ্যমকর্মী ও ৭১ টেলিভিশনের সাংবাদিক রফিকুল ইসলাম জানান এই কর্মকর্তার কাছে গত কয়েকমাস আগে অমি ওই ম্যানেজারের অফিস কক্ষে আসি কিন্ত তার কাছে ভাল আচরন পাইনি।
এদিকে ম্যানেজার তার সমস্ত কাজ মাস্টার রোল কর্মচারির মাধ্যমে সম্পাদন করা এবং ঋন গ্রহিতাদের ঋন প্রদানে গড়িমসি এবং স্বজনপ্রীতি করার অভিযোগ রয়েছে তার বিরূদ্ধে।
পঞ্চগড় প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক বদরুদ্দোজা বাঁধন জানান দ্বিতীয় দিনের মত আমি রোবাবার বিকেলে আরটিভির সাংবাদিক সহ তথ্য পাওয়ার জন্য ম্যানেজার হতাসিম বিল্লাহ’র কাছে গিয়েছিলামা কিন্ত তথ্যের আবেদন পড়েই তিনি ক্ষিপ্ত হয় এবং আমাদের সাথে অশোভন আচরন করেছেন সেই সাথে উত্তেজিত হয়ে আমাদের বের হয়ে যেতে বলেন একজন ব্যাংক কর্মকর্তার এই আচরন কাম্য নয়।
পঞ্চগড় শাখার অনিয়ম বিষয়ে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক শাখা ব্যবস্থাপক দিনাজপুর আলমগীর হোসেন জানান তথ্য প্রদানের বিষয়টি আমি দেখবো তবে ম্যানেজার অফিসে বসবাস করা বৈধ নয় আমি তার অফিসে বসবাস করার বিষয়টি অবগত নই খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয়তা ব্যবস্থা গ্রহন করবো।





























