
ইসমাইল হোসেন, পোরশা, নওগাঁ
পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বলেছেন, তোমরা এখন বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়েছো। আজকের এই বই প্রাপ্তি তোমাদের লেখাপড়ায় অনুপ্রাণিত করবে।’
বৃহস্পতিবার সকালে দিয়াড়াপাড়া নিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নববর্ষ ২০২৬ এর প্রথম দিনে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘সরকারের সমাজসেবামূলক কাজের অন্যতম একটি কাজ হলো বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই উপহার দেওয়া। তোমরা মন দিয়ে লেখাপড়া করে নিজের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করবে।
শিক্ষার্থীরা নতুন বইয়ের গন্ধে প্রফুল্ল চিত্তে বই গ্রহণ করে উল্লাসে ফেঁটে পড়েন।
এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, সকল শিক্ষকবৃন্দ, অভিভাবক, সকল শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।





























