
মাসুদ রানা, পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় উপজেলা ও নজিপুর পৌর শ্রমিকদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সরদার পাড়া দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সাবেক এমপি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মো.সামসুজ্জোহা খান জোহা।
উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাগর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নজিপুর পৌর শ্রমিক দলের সভাপতি মাসুম রেজা ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন।
এসময় পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌরসভা এবং ১১ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
থানা মসজিদের পেশ ইমাম ফজলুর রহমানের পরিচালনায় মোনাজাতে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুদৃঢ়তা কামনা করা হয়।
এসময় জাতীয় নির্বাচনকে সফল করতে
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় ।





























