
রামপাল (বাগেরহাট) প্রতিবেদক।। বিদেশে বাংলাদেশি পণ্যের সফল আমদানিকারক ও প্রবাসী বাংলাদেশিদের গর্ব, রামপালের কৃতি সন্তান মাইনুল ইসলাম সোহান ২০২৬ সালের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (Commercially Important Person—CIP, NRB) হিসেবে নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে এ সম্মাননা প্রদান করেছে। প্রবাসে অবস্থান করেও বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে তার উল্লেখযোগ্য ভূমিকা সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হয়েছে।
মাইনুল ইসলাম সোহান পিতা শেখ শিপিরুল ইসলাম ও মাতা নাজিরা ইসলামের সন্তান। তার পাসপোর্ট নম্বর B00780143। তিনি বাগেরহাট জেলার রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে তিনি থাইল্যান্ডের ব্যাংককে (16, Soi Rama9 43, Phatthanakan, Suan Luang, Bangkok-10250) বসবাস করছেন।
সিআইপি (এনআরবি) হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক সরকার অনুমোদিত পরিচয়পত্র পাবেন। পরিচয়পত্রের মেয়াদকালে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের অনুমতি, সরকার গঠিত নীতি নির্ধারণী কমিটিতে সদস্য হিসেবে বিবেচিত হওয়ার যোগ্যতা এবং দেশে-বিদেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অগ্রাধিকার সুবিধা ভোগ করবেন।
এ ছাড়া শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস, বিজয় দিবস, আন্তর্জাতিক অভিবাসী দিবস, জাতীয় প্রবাসী দিবসসহ গুরুত্বপূর্ণ জাতীয় দিবসে বিদেশস্থ বাংলাদেশ মিশনের আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ, ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণে অগ্রাধিকার সুবিধা পাবেন তিনি।
নিজের ও পরিবারের (স্ত্রী, পুত্র ও কন্যা) চিকিৎসার ক্ষেত্রে সরকারি হাসপাতালে কেবিন সুবিধায় অগ্রাধিকারসহ বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের অনুরূপ সুযোগ-সুবিধা ও ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট সুবিধাও প্রযোজ্য হবে।
তার এই অর্জনে রামপাল উপজেলাসহ বাগেরহাট জেলায় আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক মহল তাকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।




































