
হুজাইফা হিজল, রায়গঞ্জ:
রায়গঞ্জ উপজেলায় গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও জনগণকে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এক প্রচার ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার বিআরডিবির উপ-পরিচালক মোঃ কাওসার আলী। তিনি তার বক্তব্যে গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে জনগণের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। গণভোটের মাধ্যমে জনগণ সরাসরি মত প্রকাশের সুযোগ পায়, যা একটি শক্তিশালী গণতন্ত্রের অন্যতম ভিত্তি।
সভাটি পরিচালনা করেন মোহাম্মদ শরিফুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত বিআরডিবি কর্মকর্তা। তিনি বলেন, গণভোট সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে এখনও নানা বিভ্রান্তি রয়েছে। এসব বিভ্রান্তি দূর করে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়াই এই সভার মূল উদ্দেশ্য।
সভায় উপস্থিত বক্তারা গণভোটের প্রক্রিয়া, উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সকলকে নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে গণভোটে অংশগ্রহণের আহ্বান জানান।
উক্ত সভায় বিআরডিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সভাটি প্রাণবন্ত আলোচনা ও ইতিবাচক সাড়া-প্রতিক্রিয়ার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।





























