
মামুন শেখ রূপসাঃ
খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, রূপসা, তেরোখাদা ও দিঘলিয়াকে শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে যাতে খেটে খাওয়া মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। মৎস্য সম্পদের সমৃদ্ধ আমাদের খুলনা অঞ্চল। মৎস্য সম্পদকে সঠিক ব্যবহার করার জন্য অঞ্চলের নদী, খাল ও জলাশয়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলে খুলনা-৪ আসনকে দেশের অন্যতম প্রধান মৎস্য উৎপাদন কেন্দ্রে রূপান্তর করা সম্ভব। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে খুলনা-৪ এর মৎস্য খাতকে আধুনিক ও টেকসই শিল্পে রূপান্তর করাই হবে আমার অন্যতম অগ্রাধিকার। আজিজুল বারী হেলাল ২৭ জানুয়ারি মঙ্গলবার সকালে খুলনার রূপসা উপজেলার চর রূপসা এলাকায় বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টস এসোসিয়েশনের আয়োজনে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে বিএফএফইএ এর ভাইস প্রেসিডেন্ট শেখ কামরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যের একথা বলেন। পরে বাগমারা রবের মোড় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াস শেখের সভাপতিত্বে বাবুল শেখের সঞ্চালনায় গণ মিছিলের আয়োজন করা হয়। এরপরে রহিম নগর নির্বাচনী আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএফএফইএ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো তরিকুল ইসলাম জহির। এছাড়াও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল,জেলা বিএনপির সদস্য শেখ আ. রশিদ, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, আতাউর রহমান রুনু, শফিউল্লাহ খান মিলন,আইনুল ইসলাম, নুরুল ইসলাম, মাহমুদ রিয়াদ, জিএম মো শফিকুর রহমান, আবু হানিফ মল্লিক, নাজমুল হুদা চৌধুরী, রিয়াজুল ইসলাম, মোঃ আবু সাঈদ,মোহন সরদার, মাওলানা আবু ইউসুফ, মো. তাজুল ইসলাম, শেখ জয়নাল আবেদীন, ওমর আলী শেখ, রুস্তম আলী, মো. আল আমিন, আ. করিম, নুরুল বক্কার শেখ, আ. বারেক খান, আ. মজিদ শেখ, লুৎফর রহমান বিশ্বাস, হাবিবুর রহমান, দেলোয়ার হোসেন, মাসুম মল্লিক, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, আমিনুল ইসলাম তারেক,শ্রমিকদল নেতা মাসুম বিল্লাহ সহ অনেকে।




























