
মনোয়ার শাজাহানপুর প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
২৯ ডিসেম্বর ২০২৫ ইং সোমবার বিকালে উৎসবমুখর পরিবেশে শাজাহানপুর উপজেলা কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তাইফুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক,শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।
মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহিন সানি, খাদেমুল ইসলাম খাদেমসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণ আবারও গণতন্ত্র, ভোটাধিকার ও উন্নয়নের পক্ষে রায় দেবে। তারা বগুড়া-৭ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ সমর্থন প্রত্যাশা করেন।





























