
কক্সবাজার থেকে নারায়ণগঞ্জে ইয়াবা পাচারের সময় মোহাম্মদ আরাফাত মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে মেসার্স জোনাকি ফিলিং স্টেশনের সামনে এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক কাজী মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল অভিযানে অংশ নেয়।
অভিযানে গ্রেপ্তার মোহাম্মদ আরাফাত মিয়ার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কক্সবাজার থেকে ইয়াবা এনে বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে স্বীকার করেছেন। এর আগেও একাধিকবার তিনি অবৈধভাবে ইয়াবা সরবরাহ করেছেন বলে জানান সংশ্লিষ্টরা।
গ্রেপ্তার আরাফাত মিয়া টেকনাফ থানার লেদা মৌলভীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতা মৃত ইদ্রিস মিয়া এবং মাতা সুফিয়া খাতুন। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।





























