
মো: ফখর উদ্দিন, ষ্টাফ রিপোর্টার:
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬ইং নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে টানা চতুর্থবার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বেলাল হোসেন শামীম।
উল্লেখ্য যে, সেনবাগের জনপ্রিয় ইংরেজি শিক্ষক বেলাল হোসেন শামীম দীর্ঘদিন থেকে সুনামের সাথে উক্ত বিদ্যালয়ে ইংরেজি বিষয়ে পাঠদান করে আসছেন। তিনি ইংরেজি বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে অত্র বিদ্যালয়ে যোগদান করেন। শিক্ষক হিসাবে তিনি সততা, দক্ষতা, শৃংখলাবোধ, দায়িত্ববোধ, সময়ানুবর্তীও পাঠদানে নিয়মানুবর্তিতার মূর্ত প্রতীক। বিদ্যালয়ের গঠনমূলক কর্মকাণ্ডে ও শিক্ষার্থীদের কল্যাণে তিনি সর্বদা সক্রিয় থাকেন। একজন সৎ ব্যক্তিত্ব হিসাবে শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গের মাঝে ওনার যথেষ্ট সুনাম ও সুখ্যাতি রয়েছে।




























