
শেরপুর প্রতিনিধি :
শেরপুরে নন স্কুল গোয়িং শিশুদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামুলক মনোভাব গড়ে তুলতে শাহীন শিক্ষা পরিবারের "সেফ ফাউন্ডেশন "এর উদ্যোগে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ নভেম্বর শনিবার সকাল ১০ টায় শেরপুর শহরের শাহীন ক্যাডেট স্কুল সজবরখিলা শাখার উদ্যোগে এ শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রায় ১৫০ জন বিদ্যালয় না যাওয়া শিশু প্রতিযোগী অংশ নেয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শাহীন ক্যাডেট স্কুল জামালপুর শাখার পরিচালক আব্দুল গফুর।
প্রতিযোগিতায় অংশগ্রহনকারীরা তাদের চিত্র শৈল্পিক ধারণা কে তুলির আঁচড়ে ফুটিয়ে তোলার চেষ্টা করে। প্রতিযোগিতার মূল বিষয় ছিল জাতীয় পতাকা অংকন।
শাহীন ক্যাডেট স্কুল সজবরখিলা শাখার পরিচালক মো : মাজাহারুল ইসলাম বলেন,নন স্কুল গোয়িং শিশুদের মেধা বিকাশ ও ভবিষ্যতে প্রতিযোগিতায় অংশ নেওয়ার মানসিকতা তৈরি করতেই মূলত আমরা এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকি।




























