
সৈয়দ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর শিবপুর প্রেসক্লাবের আগামী দুই বছর (২০২৫-২০২৭) মেয়াদের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল এর শিবপুর প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক দেশের কণ্ঠ এর শিবপুর প্রতিনিধি মাহবুব খান, আর কোষাধ্যক্ষ হয়েছেন দৈনিক তৃতীয় মাত্রা এর ইলিয়াছ হায়দার। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি মোমেন খান (দৈনিক আমাদের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন ভুঁইয়া (সাপ্তাহিক নরসিংদীর সময়), ক্রীড়া সম্পাদক মোঃ ডালিম খান (দৈনিক মর্নিং গ্লোরি), প্রচার সম্পাদক আতাবুর রহমান সানি (দৈনিক নরসিংদীর নবকন্ঠ), দপ্তর সম্পাদক মোঃ রাসেল মিয়া (দৈনিক নরসিংদীর সারাদিন), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাছুম মিয়া (দৈনিক গ্রামীণ দর্পণ), এবং নির্বাহী সদস্য নুরুল ইসলাম নুরুচান (দৈনিক ইনকিলাব) ও খন্দকার আমির হোসেন (সাপ্তাহিক বাংলার প্রতিচ্ছবি)।
এর আগে, ২৯ ডিসেম্বর শিবপুর প্রেসক্লাবের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়, যেখানে ২০২৩-২০২৫ মেয়াদের পুরাতন কমিটি বিলুপ্ত করে উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বর্তমান প্রেসক্লাব সভাপতি এস এম খোরশেদ আলম।
###
নরসিংদী





























