
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় নজরুল ইসলাম (৪৫) নামের এক বিদ্যুৎমিস্ত্রি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আদমজীনগর পুরান থানার পেছনে কালাম সাহেবের বাড়ির পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নজরুল খুঁটির ওপর উঠে লাইন মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ সংযোগ থাকা তারে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে নিচে নামান। পরে তাঁকে গুরুতর অচেতন অবস্থায় নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত নজরুল সিদ্ধিরগঞ্জ বাজার এলাকার স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে পেশায় বিদ্যুৎমিস্ত্রি হিসেবে কাজ করছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মফিজুর রহমান বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”





























