
মোঃ হেলাল তালুকদার, ঘাটাইল ( টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাংগাইলের ঘাটাইলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
ঘাটাইল উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক।
এসময় জেলা প্রশাসক শরীফা হক শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও টিফিন বক্স তুলে দেন। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার রাফিউল ইসলাম সহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক,শিক্ষার্থী ।





























