
মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলির নেতৃত্বে একে একে আসছে প্রার্থীদের নামের তালিকা
সিলেট অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনটি সিলেট বিভাগের সবকটি আসনে শক্ত অবস্থানে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে।
আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী সংগঠনের সভাপতি ও সিলেট-৪ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সাবেক সংসদ সদস্য জননেতা মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলি সম্প্রতি সিলেটের সুবহানিঘাটস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিদের নাম ঘোষণা করেন।
সম্মেলনে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে আল ইসলাহ নেতারা আগামীর নির্বাচনে সংগঠনের অংশগ্রহণের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেন এবং বিভিন্ন আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থীদের তালিকা
সিলেট-৪ (জকিগঞ্জ-কানাইঘাট): মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলি, সাবেক এমপি
সিলেট-৫ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার): মাওলানা মুফতি সিহাব উদ্দিন আলিপুরি
সিলেট-৩ (বিশ্বনাথ-ওসমানীনগর): মাওলানা হাবিবুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান
সিলেট-২ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ): মাহবুবুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান
সিলেট-১ (সদর): মাওলানা কমর উদ্দিন চৌধুরী ফুলতলি
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার): উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী): মাওলানা মুফতি বেলাল আহমদ, সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া
মৌলভীবাজার-২ (কুলাউড়া): কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান, কুলাউড়া
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর): হাফিজ মাওলানা আলাউর রহমান টিপু, সাবেক ভাইস চেয়ারম্যান, মৌলভীবাজার সদর উপজেলা
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ): মাওলানা ওহাব
হবিগঞ্জ-১: মুফতি আনওয়ার হোসেন সালেহি, সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান
দলীয় সূত্রে জানা গেছে, বাকি আসনগুলোর প্রার্থী তালিকাও খুব শিগগিরই প্রকাশ করা হবে।
কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল সূত্রে আরও জানা গেছে, সংগঠনের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলির নেতৃত্বে আঞ্জুমানে আল ইসলাহ আগামী নির্বাচনে সংগঠিত, শক্তিশালী এবং সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধর্মভিত্তিক রাজনীতিতে সিলেট অঞ্চলে আল ইসলাহর এই সক্রিয় উপস্থিতি নতুন এক রাজনৈতিক সমীকরণের সূচনা করতে পারে।





























