
পরিবহন সংকটে কমেছে নানারকম পণ্যের সরবরাহ। এতে করে বেড়েছে সবজি ও মাছের দাম। তবে ব্রয়লার মুরগিতে কমেছে দর। সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম।
দেশের চলমান পরিস্থিতিতে পরিবহন সংকটের কারণে বাজারে বেড়েছে দাম। অনেক সবজিতে দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা তবে এর মাঝে অনেক সবজির দামে কোনো পরিবর্তন আসেনি।
আলুর দরে কোনো পরিবর্তন আসেনি, প্রতি কেজি আলু ৬০ টাকা। পেঁয়াজের দাম ১০ টাকা বেড়ে হয়েছে ১১০ টাকা। ২৪০ টাকার কাঁচামরিচ দাম বেড়ে বিক্রি হচ্ছে ২৮০ টাকায়।
অন্যদিকে ফার্মের মুরগির দাম ১৮০ টাকা থেকে ২০ টাকা কমে হয়েছে ১৬০ টাকা।







































