
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা প্রশাসকের সরকারি ই-মেইল ঠিকানা [email protected] হ্যাকিংয়ের শিকার হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসন জরুরি সতর্কতা জারি করেছে এবং ই-মেইলটি আপাতত অকার্যকর ঘোষণা করা হয়েছে।
প্রশাসনের আশঙ্কা,হ্যাকাররা এই ই-মেইল ব্যবহার করে স্প্যাম,বিভ্রান্তিকর বা প্রতারণামূলক বার্তা পাঠাতে পারে। এজন্য নাগরিকদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) জেলা প্রশাসক,সুনামগঞ্জ-এর ফেসবুক পেজে এ সতর্কতা বার্তা প্রকাশ করা হয়। বার্তায় বলা হয়,উক্ত ই-মেইল আইডি থেকে কেউ যোগাযোগ করলে কোনো অবস্থাতেই প্রতিক্রিয়া জানাবেন না। কোনো তথ্য প্রদান করবেন না এবং ঐ ঠিকানায় কোনো বার্তা পাঠাবেন না।
বিকল্প হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ে ই-মেইলে যোগাযোগের জন্য দেওয়া হয়েছে নতুন ঠিকানা [email protected]
বিষয়টি ইতোমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সরকারি ই-মেইলটি দ্রুত পুনরায় সচল করার প্রক্রিয়া চলছে।সুনামগঞ্জ জেলা প্রশাসন সকলকে সচেতন,সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে।





























