
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে গৃহবধূ সুমি দাসের রহস্যময় হত্যাকাণ্ডের মূল আসামি, তার স্বামী কিশোর শেখর দাসকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। দ্রুততম সময়ে আসামি গ্রেফতারে এলাকায় স্বস্তির বাতাস ফিরে এসেছে।
নিহত সুমি দাস হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দত্তপাড়া এলাকার বাসিন্দা। পারিবারিকভাবে কিশোর শেখর দাসের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুর-শাশুড়ির হাতে নিয়মিত নির্যাতনের শিকার হন সুমি। একাধিকবার তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে তাকে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন ঘোষপাড়া এলাকার একটি ভাড়া বাসায় রাখা হয়।
গত ৭ জানুয়ারি বিকেল আনুমানিক ৫:৩০ টায় সুমির শ্বশুর মোবাইল ফোনে তার মাকে জানায়, মেয়ে মারা গেছে এবং মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে। হাসপাতাল গিয়ে স্বজনরা তার শরীরে বিভিন্ন স্থানে আঘাত ও জখমের চিহ্ন দেখতে পান। নিহতের মা অভিযোগ করেন, স্বামী ও শ্বশুর-শাশুড়ি পরস্পর যোগসাজশে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।মামলা (নং-২০, ধারা ৩০২/৩৪) দায়ের হবার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭:১০ মিনিটে বৌলতলা এলাকা থেকে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কিশোর শেখর দাস (২৪), পিতা কুলেন্দ্র শেখর দাস,বাড়ি দিরাই উপজেলার টাইগা গ্রামে।
র্যাব জানিয়েছে,গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।





























