
স্টাফ রিপোর্টার: দেশের দ্বিতীয় রামসার সাইট ও প্রতিবেশগত সংকটাপন্ন টাঙ্গুয়ার হাওরের রংচি গ্রামের ঐতিহ্যবাহী শতবর্ষী হিজল বাগানে অবৈধ দখল ও চাষাবাদের চেষ্টা রুখে দিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বনের ভেতরে চলমান সব ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করা হয় এবং সংশ্লিষ্টদের কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় উপজেলা উপ-সহকারী ভূমি কর্মকর্তা জহুরুল ইসলাম, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন, স্থানীয় ইউপি সদস্য নুরুজ্জামান সিদ্দিকীসহ গ্রামবাসীদের সঙ্গে বাগানটি পরিদর্শন করেন।পরিদর্শনকালে ইউএনও হিজল বাগানের ভেতরে অবৈধভাবে মাটি উত্তোলন, গাছ কাটার চিহ্ন এবং কৃষিকাজের প্রস্তুতির আলামত দেখতে পান। বনের ভেতরে জায়গা নির্ধারণ করে চাষাবাদের জন্য সমতল করা জমিতে চলমান সব কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়।ইউএনও উজ্জ্বল রায় বলেন, “রংচি হিজল বাগান শুধু বন নয়, এটি টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক ভারসাম্য ও প্রতিবেশগত সংরক্ষণের গুরুত্বপূর্ণ অংশ। কেউ অবৈধভাবে গাছ কাটা বা চাষাবাদের চেষ্টা করলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও জানান, বাগান সংরক্ষণের জন্য সীমানা নির্ধারণ, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং নতুন হিজল চারা রোপণের উদ্যোগ নেওয়া হবে।গ্রামবাসীরা প্রশাসনের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, “যদি প্রশাসন দ্রুত হস্তক্ষেপ না করত, এই ঐতিহ্যবাহী হিজল বাগানটি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যেত।” বাগান সংরক্ষণের জন্য স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।





























