
মোঃ রহমত মন্ডল তারাগঞ্জ রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে সেনাবাহিনীর ৩৪ বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট কাব্যর নেতৃত্বে স্পেশাল টিমের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার সকাল ১০ঃ৩০ মিনিটে তারাগঞ্জ নতুন চৌপথী থেকে তারাগঞ্জ হাট এলাকায় ক্রেতা-বিক্রেতা, পথচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে নির্বাচনী পরিবেশ নিয়ে আলোচনা করেছে সেনাবাহিনীর দল।এছাড়া, তারা বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে নিরাপত্তা ও সচেতনতা নিশ্চিত করেছে।এই সচেতনতামূলক মহড়া নির্বাচনী প্রক্রিয়াকে আরও সুষ্ঠু করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন স্থানীয়রা।





























