
সর্বদা হাসিখুশি থাকেন সারা আলি খান। তার কথাবার্তা, ব্যাবহারের জন্য অল্প সময়ের মধ্যেই মিডিয়ায় পছন্দের তারকাদের তালিকায় জায়গা করে নেন এই অভিনেত্রী। সময় পেলেই ছুটে যান পাহাড়ে, ঘুরে বেড়ানো তার খুব পছন্দ।
বেশ কয়েক দিন ধরেই বন্ধু-বান্ধবদের সঙ্গে কাশ্মীরেই রয়েছেন সারা। এর মধ্যেই একটি ভিডিও প্রকাশ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে একেবারে অন্য মেজাজ তার।
বিমানের মধ্যে সারার দিকে এগিয়ে এলেন বিমানসেবিকা। অভিনেত্রীর গায়ে ফলের রসের গ্লাস উল্টে যেতেই অন্যরূপ সারার। যেন অগ্নিমূর্তি। মাথা নিচু করে দাড়িয়ে রয়েছেন বিমানসেবিকা, ছুটে এসেছেন বিমানচালক। রেগে লাল সারা। এর পরই আসন ছেড়ে উঠে যান তিনি। কিন্তু ঘটনাটি বিস্তারিত জানা যায় নি।
এই ভিডিওতে দেখা গিয়েছে সারার কোঁকড়া চুল, চড়া মেকআপ। অভিনেত্রীকে সাধারণত ছিমছাম সাজেই দেখা যায় পর্দার বাইরে। কিন্তু এবার যেন অন্য রূপে ধরা দিলেন তিনি।







































