
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :
আগামীর আনোয়ারা–কর্ণফুলীকে চট্টগ্রামের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বৃহত্তর সুন্নিজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এস এম শাহজাহান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন। সকাল থেকে তিনি পরৈকোড়া ইউনিয়নের ছত্তারহাট বাজারসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন এবং লিপলেট বিতরণ করেন।
গণসংযোগকালে এস এম শাহজাহান বলেন, আনোয়ারা–কর্ণফুলীর ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পিত উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে এই অঞ্চল অচিরেই চট্টগ্রামের অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রাণকেন্দ্রে পরিণত হবে।
এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ সহকারে শোনেন। স্থানীয়রা তাদের প্রত্যাশা ও দাবি তুলে ধরলে তিনি সেগুলো বাস্তবায়নে আন্তরিক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শাহজাদা আব্দুল কাদের চাঁদ মিয়া,পীরজাদা নিজাম উদ্দিন সিদ্দিকী, মাওলানা মফিজউল্লাহ, ফেরদৌস বাবু,শাহাজাহান সিরাজ, শায়ের আলী জিন্নাহ,আবু নঈম মুরাদ,রেজাউল করিম,শহিদুল ইসলাম,গিয়াস উদ্দিন,শাহাজাদা নাঈম উদ্দীন রজায়ী,মেহেরাজসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা।




























