
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির মাসিক অভ্যন্তরীণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাঃ জিললুর রহমান।
এসময় কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় গত মাসের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে দুই টিমের দুইজন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।
উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদকবিরোধী অভিযানে পেশাগত সততা, আন্তরিকতা ও টিমওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারফরম্যান্সভিত্তিক মূল্যায়ন আমাদের কাজকে আরও গতিশীল করবে। যারা দায়িত্ব পালন করছেন নিষ্ঠার সঙ্গে, তারা অবশ্যই প্রশংসা ও প্রাপ্য স্বীকৃতি পাবেন। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভায় তিনি মাঠপর্যায়ের অভিযান, গোয়েন্দা তথ্য সংগ্রহ, নিয়মিত মনিটরিং এবং টিমভিত্তিক সমন্বয় আরও জোরদার করার নির্দেশনা প্রদান করেন।
সভায় কর্মকর্তারা আগামী মাসের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন এবং কার্যালয়ের সার্বিক কার্যক্রম উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।





























