
একটা সময় খালেদা জিয়া ও শেখ হাসিনার মধ্যে সারা বছর মুখোমুখি দেখা-সাক্ষাৎ না হলেও ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে তাদের মধ্যে দেখা-সাক্ষাৎ হতো। সেখানে কুশলও বিনিময় করতেন তারা। তবে রাজনীতির এই সংস্কৃতি অনেক বছর ধরে অনুপস্থিত।
আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি কেড়ে নেয়। এরপর প্রথম দিকে সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দাওয়াত পেলেও যেতেন না। পরবর্তী সময়ে অনেক বছর ধরে তাকে দাওয়াতই করা হয়নি।
তবে গত ৫ আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর পাল্টে গেছে দৃশ্যপট। ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে। তার দলের নেতারাও রয়েছেন পলাতক কিংবা কারাগারে। এই অবস্থায় অনেক বছর পরে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে দাওয়াত পেলেন বিএনপি চেয়ারপারন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ বিএনপির ২৬ জন নেতাকে দাওয়াত করা হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে আগামী ২১ নভেম্বর বৃহস্পতিবার ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই দাওয়াতপত্র পৌঁছে দেওয়া হয়।
চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এই দাওয়াতপত্র গ্রহণ করেন। চেয়ারপারসনের একান্ত সচিবের উদ্ধৃতি দিয়ে বিএনপির মিডিয়া সেল বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।






































